ঈদ মোবারক স্ট্যাটাস

ঈদ মোবারক স্ট্যাটাস করুন আপনার সোশ্যাল মিডিয়াতে। বন্ধুরা এই ঈদে সুন্দর সুন্দর স্ট্যাটাস করে আপনার বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের চমকে দিতে পারেন।

 

Contents

ঈদ মোবারক অর্থ কি?

ঈদ মোবারক বা ঈদ মুবারক (আরবি: عيد مبارك‎‎) হলো মুসলিমদের জন্য একটি ঐতিহ্যবাহী শুভেচ্ছাময় বাক্য, ঈদ মোবরাক ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় একজন আরেকজনকে বলে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়ে থাকে। “ঈদ” শব্দের অর্থ হলো আনন্দ বা উদ্‌যাপন আর “মোবারক” শব্দের অর্থ হলো কল্যাণময়। সুতরাং “ঈদ মোবারক” শব্দের অর্থ হলো ঈদ বা আনন্দ উদ্‌যাপন যেনো কল্যাণময় হোক।

ঈদ মোবারক শুভেচ্ছা

ঈদ হলো মুসলিম জনগোষ্ঠীর নিকট সবথেকে খুশির দিন আনন্দের দিন বিশেষ করে যারা ৩০ টি রোজা রাখেন তাদের জন্য ঈদ খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। ঈদের দিন ঈদের নামাজের পরে মুসলিমরা একে অপরের সাথে কোলাকুলি করে থাকে এবং বিভিন্ন ধরনের ঈদ মোবারক শুভেচ্ছা বাক্য বিনিময় করে থাকেন। বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে ঈদ মোবারক স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি যাতে আপনি সবার থেকে সেরা ঈদ স্ট্যাটাসটি দিতে পারেন।

ঈদ মোবারক স্ট্যাটাস

চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়,

নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায় ।

ঈদ মোবারাক

হ্যাঁ বন্ধুরা আপনি আপনার প্রিয়জনদের নিয়ে ঈদ মোবারক স্ট্যাটাস দিতে চান তাহলে আজকের এই লেখাটি আপনার জন্য কারন এখানে আমি এমন কিছু ঈদ মোবারক স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি যা আগে কখনো কেউ আপনাদের সামনে উপস্থাপন করেনি।

ঈদ মানে আঁকাশে নতুন চাঁদ.

ঈদ মানে নতুন চাওয়া পাওয়ার স্বাদ.

ঈদ মানে মেহেদী রাঙা হাত.

ঈদ মানে আমারবাড়ীতে তোমার দাওয়াত.

ঈদ মোবারক

 

মন চাইছে কারো সাথে কথা বলি।

মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।

ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।

ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি।

ঈদ মোবারক

 

আনন্দের এই সময় গুলো,

কাটু থেমে থেমে,

বছর জুড়ে তোমার তরে,

ঈদ আসুক নেমে,

ঈদ মোবারক

 

আরও পড়ুন:

ঈদের এস এম এস

বাংলা ঈদের শুভেচ্ছা

এ বছরের সেরা ঈদ Sms

Bangla Eid Sms ঈদ মোবারক

 

ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,

বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।

কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,

আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।

ঈদ মোবারক

 

শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি?

টিক্কা না ঝালফ্রাই?এনটিভি না চ্যানেল-আই?

রিলাক্স না বিজি?

শাড়ি না শার্ট?

Wishing from heart … 

EID MUBARAK

 

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন।

তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ।

বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে।

ঈদ মোবারক , শুভ হোক তোমার ঈদের দিন ।

 

ভোর হলো দুর খোল, চোখ মেলে দেখরে।

রোযা শেষ রোযা শেষ, ঈদ চলে এল রে।

নতুন জামা পড়ব রে, হাসি খুসি থাকব রে .

ঈদ চলে এল সবার দুয়ারে।

শুভেচ্ছা রয়লো সবাইকে

ঈদ মোবারক ঈদ মোবারক

 

ঈদের রোমান্টিক এস এম এস

রঙ লেগেছে মনে।

মধুর এই খনে।

তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।

ঈদ মোবারাক

ঈদের দিন হচ্ছে মুসলিমদের জন্য খুবই আনন্দের একটি দিন। এদিন প্রিয়জনদের সাথে আপনি সোশ্যাল মিডিয়াতে ঈদের স্ট্যাটাস দিতে পারেন আর স্বামী-স্ত্রী তারা একে অপরকে ঈদের দিন কিছু ঈদের রোমান্টিক এসএমএস শেয়ার করতে পারেন এতে করে আপনাদের মধ্যে ভালোবাসা আরো দৃঢ় হবে।

আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে,

ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে।

পোলাও কোরমার সাথে দিব 7আপ খেতে।

ঈদের দিন করবো মাস্তী দুজন মোরা মিলে।

ঈদ মোবারক

 

আকাশের নীল দিয়ে,

হৃদয়ের ছোঁয়া দিয়ে,

সবুজের অরণ্য দিয়ে,

সাগরের গভীরতা দিয়ে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক

 

দূরের মানুষ আসুক কাছে,

কাছের জন থাকুক পাশে,

মন ছুটে যাক তোমার টানে,

নয়া চাদের আগমনে,

কাটুক খুশি সবার মনে

¤¤ঈদ বোবারক ¤¤ SMS

 

ঈদ আসতে 1 দিন বাকি…..!

এতো খুশি কোথায় রাখি……!

বলাটা অনেক ইজি! ঈদের কাজে সবাই বিজি…!

একটি বছর ঘুরে আসবে সেই দিন….!

ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন….!

অনেকেই বিজি ঈদের কাজে….!

আনান্দ টা সবার মাঝে…….!

 

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন।

তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ।

বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে।

ঈদ মোবারক , শুভ হোক তোমার ঈদের দিন

 

ঈদ মোবারক পিকচার

বন্ধুরা ঈদ মোবরাক স্ট্যাটাস যদি আপনি না লিখে দিতে চান তাহলে আপনি ঈদ মোবারক পিকচার গুলো আপনার সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস হিসেবে দিতে পারেন। কারন ঈদ মোবারক পিকচারের মাধ্যমেও ঈদ মোবারক স্ট্যাটাস দেওয়া সম্ভব। যা দেখতে খুব ভালোই লাগে এবং সকলে পছন্দ করে থাকে।

ঈদের দাওয়াত তোমার তরে,

আসবে তুমি আমার ঘরে।

কবুল করো আমার দাওয়াত,

না করলে পাবো আঘাত।

তখন কিন্তু দেবো আড়ি,

যাবো না আর তোমার বাড়ি।

ঈদ মোবারক সবাই কে ।

‘ঈদের অভিনন্দন’

 

তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,

দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।

অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,

এই কামনায় ঈদ মোবারক।

 

ঈদ আনে বস্তা ভর্তি খুশি,

তাই তুমি খেয়ো পেট পুরে

পোলাও আর খাশি।

তাই বলে ঈদ কখনো হবে না বাসি,

ঈদ মোবারক।

 

পড়েছে আজ চাঁদের নজর,

তাইতো পেলাম ঈদের খবর।

হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,

সবাই পেলো ঈদের বাতাস।

 

শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি?

টিক্কা না ঝালফ্রাই?

এনটিভি না চ্যানেল-আই?

রিলাক্স না বিজি?

শাড়ি না শার্ট?

Wishing from heart …

EID MUBARAK

 

বলছি আমি আমার কথা,

ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,

আমার জীবনে অনেক চাওয়া,

ঈদ থেকে সব পাওয়া,

ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,

ঈদ মোবারক

 

এই এসএমএস, যার কাছে যাবি,

যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি,

লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,

আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক

 

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,

অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,

সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,

শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে

 

তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে,

দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে,

অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ,

এই কামনায় বন্ধু তোকে ‘ঈদ মোবারক’

 

কিছু কথা অব্যাক্ত রয়ে যায়,

কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,

কিছু স্মৃতি নিরবে কেদে যায়,

শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়

‘ ঈদ মোবারক ‘

 

নতুন সকাল নতুন দিন।

শুভ হোক ঈদের দিন।

নতুন রাত বাকা চাঁদ।

রঙ্গীন হোক ঈদের রাত।

………. ঈদ মোবারক ……..

 

আজ দু:খ ভুলার দিন,

আজ মন হবে যে রঙ্গিন।

আজ প্রান খুলে শুধু গান হবে,

আজ সুখ হবে সিমাহীন।

তার একটাই কারন,

আজ যে ঈদের দিন।

ঈদ মোবারাক !

 

শপ্ন গুলো সত্যি হোক,

সকল আশা পুরনো হোক।

দু:খ দুরে যাক,

সুখে জীবন ভরে যাক।

জীবনটা হোক ধন্য,

ঈদ মোবারাক তোমার জন্য।

ঈদ মোবারাক!!

 

সোনালি সকাল, রোদেলা দুপুর,

পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।

সব রঙ্গে রাঙ্গিয়ে থাক

আপনার সারাটি বছর, সারাটি জীবন।

এই কামনায় ‘ঈদ মোবারাক’

 

দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ,

সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল ।

ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।

 

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন ।

তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ ।

বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে ।

ঈদ মোবারক , শুভ হোক তোমার ঈদের দিন ।

 

চিঠি দিয়ে নয় ‘ফুল দিয়ে নয়’

কার্ড দিয়ে নয় ‘কল দিয়ে নয়’

মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে

জানাই সবাই কে ‘অগ্রিম ঈদের শুভেচছা’

ঈদ মোবারক.

 

মন চাইছে কারো সাথে কথা বলি।

মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।

ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।

ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।

– ঈদ মোবারক-

 

হাঁসের ডিম মুরগির ডিম

‘দেখা হবে ঈদের দিন’

ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’

ঈদের দাওয়াত না দিলে

মারবো একটা ঘুষি!

ঈদ মোবারক

 

ঈদ মোবারক নিয়ে কিছু কথা

ঈদ হলো মুসলিমদের জন্য অত্যন্ত আনন্দের দিনগুলির মধ্যে একটি। রমজান মাসের ৩০টি রোজা রাখর পরে ঈদ আসে এবং এই ঈদ ছোট বড় সকল মুসলিমদের কাছেই খুবই গুরুত্বপূর্ণ একটি দিন বলে গণ্য হয়। ঈদের দিন সবাই ঈদগাহ মাঠে গিয়ে মুসলমানগনরা নামাজ আদায় করে থাকেন। আসলে ঈদ মোবারক নিয়ে কথা বলতে গেলে শেষ করা যাবে না। তাই আপনার প্রিয়জন ও বন্ধু-বান্ধবদের ঈদ মোবারক স্ট্যাটাস এসএমএস ও শুভেচ্ছা বার্তা ছড়িয়ে দিতে পারেন।

Was this article helpful?
YesNo

1 Comment

  1. শবে বরাতের এসএমএস - Banglawishessays:

    […] ঈদ মোবারক স্ট্যাটাস […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *