শুভ নববর্ষ বাংলা স্ট্যাটাস

শুভ নববর্ষ বাংলা স্ট্যাটাস ছন্দ। সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৭ বৈশাখী বাংলা স্ট্যাটাস ছন্দনিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই বৈশাখীস্ট্যাটাস ছন্দদিয়ে প্রিয়জনেক খুব সহজেই শুভেচ্ছা জানাতে পারবেন।

শুভ নববর্ষ স্ট্যাটাস

পুরানো সবস্মৃতি করে ফেল ইতি,

পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট,

পুরানো সব বেদনা আর মনে রেখ না,

পুরোনের হয়েছে মরন নতুন করে কর বরণ,

সব কিছু মুছে ফেল মনথেকে,

তাকাও নব সুর্যের

দিকে।

সূর্যটা হাসে, তোমায়ভালবাসে।

তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচছা।

শুভ নববর্ষ !!

 

ঢাক ঢোল মাদলের তালে রং বেরঙের

মনের দেয়ালে বাঙালি সংস্কৃতি

উজ্জীবিত থাক যুগে যুগে শুভ নববর্ষ

 

মুছে যাক সকল কলুষতা শান্তির বার্তা

নিল খামে পাঠালাম সুদিনের সুবাতাস

তোমায় দিলাম শুভ নববর্ষ

 

নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত

সুন্দর সমৃদ্ধ হোক আগামীর

দিনগুলো শুভ নববর্ষ

 

পানতা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীরপ্রাণ.

নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান..

এসো হে বৈশাখ এসো এসো.

শুভ নভবর্ষ

এই লেখা গুলো পড়ে দেখতে পারেন:

    শুভ নববর্ষ ১৪২৭ শুভেচ্ছা বাণী 

    খনার বচন

উদীত রবির প্রথম আলো দূর করবে সকল কালো।

মেটবে মন আনন্দ ধারায় সবাই হবে বাধনহারা।

দিনটি হক তোমার তরে মনভরে উঠুক খুশির ঝরে।

শুভ নববর্ষ !!

 

ভুল কে আজ দাও ছুটি,

বিবাদ কে আজ দাও বিদায়।

মনকে আজ শুদ্ধ কর,

শত্রুকে আজবন্ধু কর।

এই সময় এই ক্ষনপাবে তুমি

কতক্ষন আসো তবে হাত মিলাই ,

মনের সাথে মন মিলাই,

ভালবাসায় ধন্য হোক জীবন,

শুভ হোক তোমার আমার নববর্ষ

 

মনে আসুক বসন্ত,

সুখ হোক অনন্ত!

স্বপ্ন হোক জীবন্ত

আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত!!!!!

শুভনববর্ষ

 

পুরোনো যত হতাশা,

দুঃখ,অবসাদ,

নতুন বছর সে গুলোকে করুক ধূলিস্যাৎ।

সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।

শুভ পহেলা বৈশাখ

 

একটু আলো,

একটু আধার বাতাসগুলো নদীর

বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ,

কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ!

বাংলা বর্ষ ১৪২…

এর পদার্পনে এস শানিত হই নবপ্রাণে

 

দিনগুলি যেমনই হোক,

ঠিকই যায় কেটে।

তবুও বল কি লাভ,

পুরনো স্মৃতি ঘেটে।

এ বছর পূর্ন হোক, তোমার সকল আশা।

নববর্ষের এটাই আমার প্রত্যাশা।

শুভ নববর্ষ

 

দিনগুলি যেমনই হোক,

ঠিকই যায় কেটে।

তবুও বল কি লাভ,

পুরনো স্মৃতি ঘেটে।

এ বছর পূর্ন হোক, তোমার সকল আশা।

নববর্ষের এটাই আমার প্রত্যাশা।

শুভ নববর্ষ

 

ইচ্ছে গুলো উড়ে বেরাক পাখনা দুটি মেলে,

দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।

অপূর্ন না থাকে যেন তোর কোন সখ,

এই কামনার সাথে জানাই

শুভ পহেলা বৈশাখ।

 

আকাশের সব নীল দিয়ে,

প্রভাতের সব লাল দিয়ে,

হৃদয়ের সব অনুভুতি দিয়ে,

অরন্যের সব সবুজ দিয়ে,

সমুদ্রের সব গভীরতা দিয়ে .

আমার ভালোবাসা দিয়ে.

তোমাকে জানাই

.শুভ নববর্ষ!!

 

তোমার জন্য সকাল দুপুর,

তোমার জন্য সন্ধ্যা,

তোমার জন্য সকল গোলাপ,

সব রজনীগন্ধা,

তোমার জন্য সব সুর,

তোমার জন্য ছন্দ,

নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ.

শুভ নববর্ষ

 

শরৎতের হাওয়ায় দোলে কাশফুল,

নদির দু কোল তাই আনন্দে বেকুল

এক চিলতে মেঘের এক টুকরো আলো,

কিছুই চাইনা,

শুধু থেক অনেক ভাল

শুভ নববর্ষ!!

 

তিন জন লোক তোমার

ফোন নম্বর চাইছিল।

আমি দিইনি, কিন্তু

ঠিকানাটা দিয়েই দিলাম।

ওরা এই নববর্ষে তোমার বাড়ি যাচ্ছে।

ওরা হলো সুখ, শান্তি আর সমৃদ্ধি !

শুভ নববর্ষ

 

বাংলা নববর্ষ নিয়ে লেখা স্ট্যাটাসগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ কোন ধরনের ভুলভ্রান্তি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Was this article helpful?
YesNo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *