বোকা বানানোর এস এম এস

বোকা বানানোর এস এম এস গুলো আপনার বন্ধুদের অথবা প্রিয়জনকে পাঠিয়ে তাদেরকে বোকা বানাতে পারেন

বোকা বানানোর এস এম এস

এক বাংলাদেশী লোক ভারতের

এক জায়গায় বেড়াতে গিয়ে বোলতার কামড়

খেয়ে অবস্থা খুবই খারাপ ।

ঐ এলাকার লোক বাংলা-ইংলিশ কিছুই পারে না,

শুধু হিন্দী পারে ।

লোকটা সামান্য হিন্দী জানলেও আবার

বোলতার হিন্দী জানে না ।

সে ডাক্তারের কাছে গিয়ে বললো —

হাম বোলতা কো বোলতা বোলতা,

আপ বোলতা কো কেয়া বোলতা ?”

সম্ভবত: লোকটা আর ট্রিটমেন্ট পায়নি ।

 

দুই বান্ধবীর কথোপকথন

(হ্যাঁ/না) দিয়ে নিচের শূন্যস্থান পুরণ কর।

1/— আমি মানুষ না।

2/— আমি ফাজিল।

3/— আমার মতো পাগল আর নাই।

4/— আমি বেকুব।

5/—আমি গাধা।

 

আরও পড়ুন:

বোকা বানানোর স্ট্যাটাস

Bangla Friendship Status

জনপ্রিয় ফেসবুক স্ট্যাটাস

Bangla Funny Status

 

 

আমি আমার এক বন্ধুর বাসায় বেড়াতে গেলাম।

রাতে ঘুমের ঘোরে দেখলাম আমাকে চুমু দিচ্ছে।

আমি সহ্য করতে না পেরে উঠে মশা

মেরে আবার ঘুমিয়ে পড়লাম।

আপনারা কি ভেবেছিলেন??

 

সে আসলো

আমার উপর বসলো

আমাকে জড়িয়ে ধরলো

পরে কামর, চুমু দিল।

তারপর নিজের প্রয়োজন মিটিয়ে চলে গেল।

খারাপ চিন্তা ভাবনা বাদ দিয়ে

ভালো চিন্তা ভাবনা কর।

ঐটা একটা মশা ছিল।

 

এখন আমার হাতে এক বোতল বিশ।

আমি মুক্তি পেতে চাই এতো জালা

আমার আর এখন সহ্য হয় না।

জানি এটা পাপ।

এতো যন্ত্রণা আর ভালো লাগে না।

তাই যাচ্ছি ইদুর মারতে।

 

রোগ হলে ডাক্তারের কাছে যাও।

কারণ ডাক্তারকে খেয়ে বাঁচতে হবে।

ঔষধ কেনো,

কারণ দোকানদার কেও খেয়ে বাঁচতে হবে।

কিন্তু তুমি ঔষধ খেওনা

কারণ তোমাকেও বাঁচতে হবে।

 

ফুলের মাঝে ভ্রমর আসে,

নদীর ওপর নৌকা ভাসে,

শিশির নাচে সবুজ ঘাসে,

রাতের মাঝে জোছনা হাসে।

আর কিছু মেয়েদের ভালোবাসায় ফরমালিন আছে।

 

যেখানে ভালোলাগা,

সেখানেই ভালোবাসা।

যেখানে ভালোবাসা,

সেখানেই প্রেম।

যেখানে প্রেম,

সেখানেই ব্যাথা।

আর যেখানে ব্যাথা,

সেখানেই টাইগার বাম মলম।

 

অদ্ভুত কিছু আবেগ

অজানা কিছু অনুভূতি।

অসম্ভব কিছু ভালো লাগা

হয়তো বা কষ্টের ভয়,

একাকীত্ব নিরবতা।

এই নিয়ে আমাদের টয়লেটে বসে থাকা।

 

এইযে ভাইয়েরা শুনছেন

কুকুরের বাচ্চারা

শুয়োরের বাচ্চারা

বানরের বাচ্চারা

গাধার বাচ্চারা

বিড়ালের বাচ্চারা

শেয়ালের বাচ্চারা

যদি কামরায়

তবে কোন মলম লাগাবেন জানেন?

আমিও জানি না।

Was this article helpful?
YesNo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *