বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা

আপনার বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন মজার কিছু লেখা দিয়েবন্ধুরা তাহলে আর দেরী কেনো আপনার বান্ধবীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে।

বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা

হাজার ভিড়ের মাঝে হোক

তোমার একটা আলাদা পরিচয়

দুঃখ যেন তোমায় ধরা না দেয়,

সবসময় যেন তোমার

থাকে ভালো সময়

এই কামনায় তোমাকে

জানাই শুভ জন্মদিন

 

সূর্যের মতন উজ্জ্বল হও,

সাগরের মতন হও চঞ্চল

আকাশের মতন উদার হও

আর ঢেউএর মতন উচ্ছল

শুভ জন্মদি

 

আরও পড়ুন:

Bangla Birthday Wishes

 

রোমান্টিক লাভ স্টোরি

প্রেম নিয়ে স্ট্যাটাস

রোমান্টিক কথাবার্তা

 

সমুদ্রের ঢেউ, ফুলের সুগন্ধ ,

রাতের তারারা

সবাই জড়ো হয়েছে তোকে একসাথে বলতে

শুভ জন্মদিন

 

স্বপ্ন গুলো সত্যি হোক

সকল আশা পূরণ হোক।

দু:খ গুলো দূরে যাক

সুখে জীবনটা ভরে যাক।

জীবনটা হোক ধন্য

শুভ কামনা

তোমার জন্য।

~~ শুভ জন্মদিন ~~

 

সব তর্কাতর্কি ,

ভুল বোঝাবুঝি সত্বেও তুমিই

আমার জীবনের প্রিয়তম মানুষ !

শুভ জন্মদিনের অনেক

অনেক ভালবাসা নিও।

  

সুন্দর এই ভুবনে সুন্দরতম

জীবন হোক তোমার,

পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,

বেচে থাক হাজার বছর শুভ জন্মদিন

 

তোমার জন্য আমার অনুভূতি প্রকাশ করার

মতো কোন শব্দ আজ আমার কাছে নেই।

শুভ জন্মদিন মাই লাভ। প্রার্থনা করব

 

পৃথিবীর মিষ্টি কেকের

থেকেও তোমার হাসি মিষ্টি।

আমার জীবনে আসার জন্য

তোমায় অনেক ধন্যবাদ।

আমার মিষ্টি প্রেমিকার

জন্য তার জন্মদিনের

এই বিশেষ দিনটিতে

অনেক ভালোবাসা

পূর্ণ শুভেচ্ছা রইল।

 

শুভ জন্মদিনের অনেক অনেক

শুভেচ্ছা রইল আমার তরফ থেকে।

আমার অনেক ভালোবাসা রইল

তোমার এই স্পেশাল দিনে।

আমি তোমাকে কথা দিলাম তোমার জীবনের

সব স্বপ্ন আমি পূরণ করব।

হ্যাপি বার্থ ডে মাই লাভ।

 

আজকের এই দিনটি আমার কাছে খুব স্পেশাল।

কারণ আজ তোমার জন্মদিন।

আজ আমাদের এই বিশেষ দিনে তোমাকে জানাই

অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

এইভাবেই আমি সারাজীবন তোমার পাশে থাকব

শুভ জন্মদিন সুইটহার্ট।

  

আজকে একটি উপযুক্ত

দিন তোমায় বলার জন্য

যে তুমি আমার জীবনে

একজন অসাধারণ নারী।

যে আমার জীবনকে

ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করেছে।

আমি তোমাকে কথা দিচ্ছি তোমার

খুশির জন্য আমি সবকিছু করব।

শুভ জন্মদিন আমার ভালোবাসা।

 

শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা

সেই বিশেষ ব্যক্তিকে যে

আমার জীবনে প্রচুর

ভালোবাসা এবং খুশি বয়ে এনেছে।

 

তুমি আমার জীবনের উপহার।

আর আজকের এই স্পেশাল দিনে

আমি আমার সব খুশি এবং

ভালোবাসা তোমাকে উপহার দিতে চাই।

তুমি একমাত্র আমার ভালোবাসার যোগ্য।

আজকের দিনটা অনেক খুশি

এবং ভালোবাসায় ভরে উঠুক।

শুভ জন্মদিন লাভ।

 

তুমি আমার জীবনকে পরিপূর্ণ করেছ

এবং আমার মুখে হাসি ফুটিয়েছ।

তুমি আমার জীবনের সত্যিকারের বন্ধু

এবং আমার ভালোবাসা।

তোমার এই বিশেষ দিনটিকে আমরা একসঙ্গে

উদযাপন করে আরও

বিশেষ করে তুলতে চাই।

হ্যাপি বার্থ ডে মাই লাভ।

 

শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু

আমার জীবনের ভালোবাসাকে।

তোমাকে প্রচুর ধন্যবাদ আমার জীবনে

এত আনন্দ ভরিয়ে দেওয়ার জন্য।

আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি

এবং তোমার প্রতি আমার ভালোবাসা

প্রতিদিন আরও শক্তিশালী হবে।

Was this article helpful?
YesNo

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *