Bangla Shayari

Bangla Shayari. Bandhura ajke ami apnader sathe kichu bangla shayari share korbo asha kori ei shayari gulo apnader pochondo hobe. Obossoi apnar bandhuder sathe share korben.

এমনি ভাবেই কাছে থেকো, দূরে যেও না। তোমায় নিয়ে গড়া মন, ভেঙে দিও না।

 

এইভাবে করলে কেন, আমায় অপমান… এই কথা ভেবে সারা রাত, কেঁদেছে আমার প্রাণ…

 

মিলনের মালা যায় ছিঁড়ে যাক, প্রেমের বাঁধনে বাঁধনা। যদি কিছু ভুল করে থাকি প্রিয়, মনে তা রেখো না…

 

রজনী এখনো বাকি যেওনা চলে, আমার প্রাণেতে তুমি বেদনা দিয়ে।

 

এতো দেখি তবু প্রিয় সাধ কভু মেটে না।সব বাধা ঠেলে দিয়ে কাছেতে এসো না…

 

আরও পড়ুনু: সুখ্যাতি নিয়ে উক্তি

 

স্বপ্নে দেখা রাজকন্যা কোথায় তুমি থাকো… প্রেম সাগরে ডুবিয়ে দিতে কেন আমায় ডাকো…

 

রিক্ত আমি, নিঃস্ব আমি, আমার দেওয়ার কিছু নাই। আছে শুধু মোর ভালোবাসা, দেবো তোমায় তাই।

 

কয়েদ করে রাখবো তোমায়, চির জনমের তরে। আঁধার তুমি পাবে না প্রিয়, মোর হৃদয় কারাগারে।

 

ফুল কেন ফুটেছিল, যদি যাবে ঝরে… ভালো কেন বেসেছিলে, যদি যাবে দূরে…

 

আমার হৃদয়ের সুপ্ত বাসনা, কি করে বোঝাই বলোনা। চাই শুধু আমি প্রেম ভালোবাসা, নাইকো কোনো ছলনা…

 

আরও পড়ুন: রোমান্টিক প্রেমের শায়েরী

 

মনের মতো ঘোরার সময় সঙ্গী যদি পাই। ঘুরবো পথে লয়ে তারে, তোমারে জানাই।

 

পেনের কালি নয়, রক্ত দিয়ে লিখছি চিঠি। সত্যি যদি ভালোবাসো, উত্তর দেবে ঠিকই…

 

চাইনি তোমার আমি টাকা আর পয়সা। চেয়েছি শুধু যে, তোমার ভালোবাসা…

 

প্রথম যেদিন তুমি এলে জীবনে। সেদিন থেকে আমি, জেনেছি তোমায় অর্ধাঙ্গিনী বলে।

 

তোমায় আমি কথা দিলাম শোনো ওগো প্রিয়ে। কখন এসে তোমার কাছে বসবো বাগানে…?

 

নাই বা দিলে আমায় তুমি, ভালোবাসার দাম। প্রেমের জ্বালা বুঝবে একদিন, জানতাম…

 

আরও পড়ুন: প্রেম নিয়ে স্ট্যাটাস

 

সাগরের ঢেউ আজ তুলেছে আমার বুকে। এতো ভালোবেসেছ তুমি, পাগল করেছ আমাকে।

 

তোমার কাছে গিয়েছিলাম, নিয়ে বড়ো আশা। যদি পাই একটু তোমার হৃদয়ের ভালোবাসা।

 

ভালো যদি না বাসবে, তবে কেন দিলে আশা… ব্যাথা ভরা বুকে আর, বলার মতো নেই ভাষা।

 

হোক না জানা জানি, এই মেলামেশা। মিথ্যে নয় সত্যি, আমাদের এই ভালোবাসা।

 

Was this article helpful?
YesNo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *