Bangla good morning message

Bangla good morning message list for you. বন্ধুরা দিনের শুরুটা হয় যদি হাসি-খুশি দিয়ে তাহলে ধরে নেয়ে যায় সারাদিন হাসি-খুশিতেই কেটে যাবে। তাই প্রিয় মানুষটিকে দিনের শুরুতেই কিছু বার্তা বা মেসেজ দিতে পারেন আর সেজন্যই আজকে আমি আপনাদের সাথে কিছু বাংলা শুভ সকালের মেসেজশেয়ার করবো।

সকাল বেলার পাখি আমি ফুলের বাগানে থাকি,
ঘুম থেকে জাগিয়ে দিতে মিষ্টি শুরে ডাকি,
ভালো থেকো সারারাত দিন, তোমাকে জানাই
সুপ্রভাত

 

গুড মর্নিং জান
দিনের শুরুতে বুক ভরা ভালোবাসা নিও,
অন্তরের অনন্ত প্রেম নিও, মনের মায়া নিও,
বিনিময়ে এই পাগলটাকে সারাদিন একটু ভালোবাসা দিও

 

আরও পড়ুন: রিপন ভাই এর কবিতা, ছন্দ এবং বাণী সমগ্র

 

নীল আকাশের মেঘের ভেলায় দীঘির জলে ফুলের মেলায়,
সবুজ ঘাসের শিশির কণায় প্রজাপতির রঙিন ডানায়,
একটা কথা তোমায় জানায় শুভ সকাল

 

পূব আকাশে হাসলো রবি ফুটলো নতুন আলো,
কোকিল ডাকে কুহূ কুহূ ঘুমের নেশা ছাড়ো,
স্নিগ্ধ ভোর স্বপ্ন সকাল বিদায় নিলো রাত,
এস.এম.এস. জানিয়ে দিলাম তোমায় মিষ্টি সুপ্রভাত

 

ভোরের আকাশ ডাকছে তোমায়, ডাকছে ভোরের পাখি,
বলছি তোমায় জেগে উঠো, খোলো দুটি আঁখি,
ফুলের বাগান ডাকছে তোমায় বাড়িয়ে দুটি হাত,
আমিও তাই বলছি তোমায় মিষ্টি করে
সুপ্রভাত

 

আরও পড়ুন: ভালোবাসার ছন্দ

 

রাতের বুকে মাথা রেখে, চাঁদ ঘুমায় মনের সুখে,
স্বপ্নের কোল ছেড়ে বন্ধু, ভোরে উঠো হাসি মুখে
 
মিষ্টি সুপ্রভাত নিয়ে

 

অন্ধকারের শেষেই তো দিন নতুন করে সাজে,
ভোরের আলো উঠলো ফুটে সাদা মেঘের মাঝে,
নতুন করে শুরু হলো একটি নতুন দিন,
নতুন সাজে সাজিয়ে তোলো আজই শুভ দিন
শুভ সকাল

 

তোমার চোখটা একটু খুলে দেখো বলছি তোমায় ভালো থেকে,
সূর্য মামার মিষ্টি হাসি ফুল ফুটেছে রাশি রাশি,
শুভ হোক আজকের দিন, বলছি তোমায়!
শুভ সকাল

 

সকালবেলা ঘুম ভাঙাল একটি পাখি এসে,
শুভ সকাল বলল আমায় মিষ্টি করে হেসে
আমিতো আর পাখি নই বলব উড়ে উড়ে,
বলছি তাই শুভ সকাল এসএমএস করে
শুভ সকাল


গান শুনালো ভোরের পাখি,
এতক্ষণ কেউ ঘুমায় নাকি!
আমি তোমায় কত ডাকি;
এবার একটু খোল আঁখি
কেটে গেল রাত্রিকাল,
তোমায় জানাই.
শুভ সকাল

 

রাতের আধার পেরিয়ে মিট মিট করে সূর্য
পাখির কণ্ঠে ভেসে আসছে মধুর গান
আলোয় ভোরে যায় গোটা দেশ
এমন একটা সময় তোমাকে জানাই
বন্ধু ভালোবাসার একটি মিষ্টি গোলাপ
শুভ সকাল

 

শিশির ভেজা দূর্বা ঘাসে,
শিশির কণা বলছে হেসে,
বিদায় নিয়েছে হিমেল রাত,
জানাই তোমায় শুভ রাত

 

আরও পড়ুন: বাংলা রোমান্টিক প্রেমের ছন্দ

 

 

হালকা সকাল মেঘলা আকাশ,
মৃদু মৃদু বইছে বাতাস,
চোখ খুলেছি তোমার টানে,
আমায় রেখো তোমার মনে,
কাটুক একটা ভাল দিন,
জানাই তোমায় গুড মর্নিং !

 

তোমার জন্য জোসনা রাত, রূপালী চাঁদ,
তোমার জন্য তারার মেলা, মিষ্টি সকাল বেলা
শুভসকাল

 

শুভ সকাল শান্ত মন তোমরা সবাই আছো কেমন?
রাত পোহালো ভোর হলো, আমি বন্ধু আছি ভালো,
ভালো থেকো সারাটাদিন, তোমাকে জানাই গুডমর্নিং

 

সূর্যের আলো ঘুম ভাঙালো, ভোরের পাখি গান শুনালো,
দূর আকাশের ঝাপসা আলো, কানে কানে বলে গেলো,
বন্ধু কি আছো ভালো? সকাল যে হয়ে গেলো
শুভসকাল

 

চাঁদের এল ফিরে এলো, তারা গুলি সব হারিয়েগেলো,
সূর্য মামা উঠলো হেসে তাড়িয়ে দিলো রাত
ভালোবেসে বন্ধু তোমায় জানায় সুপ্রভাত

 

চাঁদের এল ফিরে এলো, তারা গুলি সব হারিয়েগেলো,
সূর্য মামা উঠলো হেসে তাড়িয়ে দিলো রাত
ভালোবেসে বন্ধু তোমায় জানায় সুপ্রভাত

 

আধার কেটে সকাল হলো, ঊষার আলো ছড়িয়ে গেলো
সূর্য মামা মিষ্টি হেসে, সোনার কাঠি ছুঁয়ে গেলো
ছোট্ট পাখি বললো এসে ওঠো বন্ধু প্রভাত হলো

 

রাত পেরিয়ে হলো ভোর,
তোমার চোখে এখনো ঘুমের ঘোর,
উঠো বন্ধু উঠো, চোখটা মেলে দেখো,
কি অপূর্ব মিষ্টি সকাল, তোমাকে জানায়
শুভসকাল

 

রাত গেলো ভোর হলো, সব তারানিভে গেলো,
স্বপ্নগুলো দূরে গেলো,
শুরু হলো নতুন দিন সবাইকে জানাই
শুভসকাল

 

নতুন ভোর, নতুন আশা, নতুন রোদ,
নতুন আলো, মিষ্টি হাসি, দুষ্ট চোখ,
স্বপ্ন গুলো পূর্ণ হোকআকাশে সূর্য,
নিচে আলো, দিনটি তোমার কাটুক ভালো
শুভ সকাল

 

আলো আঁধারের কি মিলন মেলা,
পাখিরা সব করছে খেলা,
এর বলছে তারা মিষ্টি সুরে,
শুভ হোক তোমার সারা বেলা
শুভসকাল

 

ভোর হলো দোর খোলো বন্ধু তুমি ওঠরে,
ওই দেখ তোমার মোবাইলে এস,এম,
এস টা এলোরে, তুলো মোবাইল খোলো চোখ এস,
এম,এস টাপররে, এস,এম,
এস টা বলছে শুভসকাল হলো রে

 

বন্ধু তুমি মিষ্টি আলো সোনালী ভরা দিন,
বন্ধু তুমি সুইটি সুইটি সফ্ট বেবি ক্রিম,
বন্ধু তুমি ঠান্ডা বাতাস তূষার ভরা হিম,
বন্ধু তুমি ব্রেকফাস্ট এর পাউরুটি আর ডিম
গুডমর্নিং

Was this article helpful?
YesNo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *