Bangla friendship status

Bangla friendship status. Bandhura ajke ami apnader sathe kichu friendship status share korbo asa kori apnara like korben.

বন্ধুত্ব নিয়ে কিছু স্ট্যাটাস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের পছন্দ হবে।

এক শহরে লাভ ফ্রেন্ডশীপ বাস করতো,
একদিন তারা রাস্তায় হাটছিলো,
হটাৎ লাভ ড্রেনে পরে গেলো,
ফ্রেন্ডশীপ জাম্প দিলো,
কারণ লাভ ইস অন্ধ ফ্রেন্ডশীপ পাওয়ারফুল
~
শুভ বন্ধুদিবস~

 

ফুলের সুগন্ধ থাকুক তোমার সাথে,
সূর্য এর আলো থাকুক তোমার সাথে,
মুখের হাসি থাকুক সবসময় তোমার সাথে,
আর তুমি আমার সাথে থেকো!

 

আরও পড়ুন: Bangla attitude status

 

জানি না কে কাল কোথায় রবে,
কি পাবে আর কি হারাবে,
দিনের শেষে যখন এসে,
ছোবে আমায় ধূসর আলো,
ভাববো আমি একলা বসে,
বন্ধুরা আমার সব আছে ভালো!

 

ভুলতে পারি তোমায় আমি
যেদিন যাবো চলে,
এই পৃথিবী ছেড়ে যাবো নীলাকাশের কোলে
ভাবি সেদিন আপদ গেছে
বেশ হয়েছে যাক
জ্বালা যন্ত্রণার পাগল টা নীল আকাশেই থাক

 

হারিয়ে গেছে অনেক কিছু
সকাল থেকে রাত,
হারিয়ে গেছে পাশাপাশি
আঁকড়ে ধরা হাত,
হারিয়ে গেছে প্রথম প্রেমে
টুকরো হওয়া মন,
চলতে চলতে হারিয়ে গেছে
বন্ধু কত জন!

 

কতই স্বপ্ন দেখেছিলো,
তোমায় মন চেয়েছিলো,
হেসে হৃদয় বলেছিলো,
তোমাকেই সে চায়,
আজ স্বপ্ন মৃতপ্রায়,
হৃদয় যে ভেঙে যায়,
তোমায় ছেড়ে অন্য কিছু,
এই মন না চাই

 

আরও পড়ুন: রোমান্টিক ছোট স্ট্যাটাস

 

কিছু রাত স্বপ্নের,
কিছু স্মৃতি কষ্টের,
কিছু সময় আবেগের,
কিছু মানুষ মনের,
কিছু বন্ধু চিরদিনের

 

জানালায় দাঁড়িয়ে দক্ষিণ হাওয়া ঝিরি ঝিরি ডাকছে,
হটাৎ দারুন ভালোলাগছে,
মায়াবী হাওয়া বলনা গিয়ে কানে কানে,
আমার প্রিয় বন্ধু তাকে মিস করছে প্রতিক্ষনে

 

নদীর পারে আমি একা,
নদী চলে আঁকা বাঁকা,
আমি বন্ধুবড় একা,
এখন ভাবছি তোমার কথা,
তোমার সাথে আমার কি হবে দেখা!
~
শুভ বন্ধুদিবস~

 

ভালো লাগার কিছু স্বপ্ন, মন ছুঁয়ে যায়,
ভালো লাগার কিছু গল্প, জীবন রাঙায়,
ভালো লাগার কিছু মানুষ, বন্ধুহয়ে রয়,
ভুলতে চাইলেও তাকে ভুলার মত নয়

 

যদি কখনো মনে হয় নিজেকে খুব অসহায়,
তুমি ডেকো বন্ধুআমায় সেই সময়,
আমি আসব ফিরে যত দুরে থাকি,
যদি তুমি ডাকো যে কাছে আমায়
~
শুভ বন্ধুদিবস~

 

অনেক মানুষ তোমার জীবনে আসবে যাবে,
কিন্তু শুধু সত্যিকারের একজন বন্ধুতুমি কখনও পাবেনা
আর পেলে কখনও হারিয়োনা তাকে!!!
~
শুভ বন্ধুদিবস~

 

তোমাদের মাঝে কি কেউ আছে, বন্ধুআমার
তোমাদের মাঝে কেউ কি আছে পথহারা
তবে বন্ধুনৌকা ভেড়াও,
মুছিয়ে দেবো দুঃখ সবার
~
শুভ বন্ধুদিবস~

বনধুতে আলো, বনধুতে ভয়,
বনধুতে শক্তি, বনধুতে জয়

 

১টা জীবন মানে ১টা গল্প,
১টা মন মানে ১টা ভালোবাসার মন্দির,
১টা প্রেম মানে ১টা সোনালি স্বপ্ন,
১টা মিলন মানে ১টা সুখের স্বর্গ,
আর ১টা বন্ধুমানে বেঁচে থাকার প্রেরনা!

 

বন্ধুতুমি আপন হয়ে, বাধলে বুকে ঘর!
কষ্ট পাব আমায় যদি, করে দাও পর!
সুখের নদী হয়না যেন, দুঃখের বালু চর!
সব সময় নিও বন্ধুআমার খবর

 

বন্ধুমানে অবহেলা নয়,
বনধুকে আপন করে নিতে হয়,
বন্ধুহল সুখদুঃখের সাথী,
এমন বন্ধুরেখো না যে তোমার করে ক্ষতি

 

রাতের রঙ কালো, জোসনা দেয় আলো
আকাশের রঙ নিল, তারা ঝলে ঝিলমিল
গোলাপের রঙ লাল, বনধুত্ব থাকবে চিরকাল

 

বসে আছি একলা আমি নিঝুম নিরালায়,
পড়ছে মনে কত কথা ভাবছি আমি তাই,
বন্ধু ছাড়া আমার মন একলা হয়ে যাই,
বন্ধু তুমি থেকো ভালো শুধু ইটা চাই

 

Was this article helpful?
YesNo

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *