Bangla Breakup Status

All Bangla Breakup Status, message, quotes Collection. Hi bandhura ajke ami apnader kichu bangla breakup status, message share korbo asha kori egulo apanader kaje lagbe.

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কিছু বাংলা ব্রেকআপ স্ট্যাটাস শেয়ার করবো।  

হারিয়ে আর যাবো কোথায় তোমার কাছে আছি,
হয়তো দূরে তবুও যেন মনের কাছাকাছি
ভুলে গেছি বললে কি তোমায় ভোলা যায়?
সারাক্ষন এই মন মিস করে তোমায়

মেঘের হাতে একটা চিঠি পাঠিয়ে দিলাম আজ,
বন্ধু আছে অনেক দূরে সঙ্গে হাজার কাজ,
বৃষ্টি তুমি একটি বার জানিয়ে দিও তাকে,
বন্ধু তোমায় মিস করছি হাজার কাজের ফাঁকে

 

আরও পড়ুন: Bangla love status

 

অনেক দিন হয়না কথা, বন্ধু তোমার সাথে,
ভাবি শুধু তোমার কথা সকাল সন্ধ্যা রাতে,
মন চাই একটি পলক দেখে আসি তোমায়,
তুমি কি কখনোও মিস করোনা আমায়

কি নিষ্ঠুর তুমি, কেমন তোমার মন,
কিভাবে থাকতে পারো ভুলে সারাক্ষন,
মনে কি পরে না একটুও আমাকে,
তুমি কি জানো কতটা মিস করি আমি তোমাকে?


আরও পড়ুন: bangla whatsapp status

 

আকাশের নীল সীমানায় খুঁজি তোমায়,
রাতের গভীর নির্জনে মনে পরে তোমায়,
বৃষ্টি ভেজা দিনে খুব মিস করি তোমায়,
কেন তুমি হারিয়ে যাচ্ছ দূর অজানায়?

 

কতদিন হয়না কথা বন্ধু তোমার সাথে,
মনে পরে তোমার কথা সকাল, সন্ধ্যা, রাতে,
ইচ্ছা করে এক পলক দেখে আসি তোমায়,
তুমি কি একটুকু মিস করো না আমায়

 

গল্প লিখা যায় মনের ভাষা দিয়ে,
কবিতা লিখা যায় মনের আবেগ দিয়ে,
দুঃখ দেখানো যায় অশ্রু দিয়ে,
কিন্তু তোমাকে যে মিস করছি,
তা বুঝাবো আমি কি দিয়ে?

 

আমি যতই বেস্ত থাকি, তোমার কথা মনে রাখি,
খুলে দেখো দুটি আঁখি, নীল আকাশে উড়ছে পাখি,
পাখিরা সব গেয়ে শোনায়, আমি মিস করছি তোমায়

 

আরও পড়ুন: সুন্দর ফুলের পিকচার

 

টিপটিপ বৃষ্টিটা অভিমান ঝরছে,
ঝুম ঝুম শব্দে কি জানি বলছে,
রিমঝিম হৃদয়টা উদাস কেন হচ্ছে,
বৃষ্টি ভেজা মনটা তোমাকেই মিস করছে

 

মনের মায়া বড় মায়া, আমি সেটা বুঝি,
তাইতো আমি বারে বারে, শুধু তোমায় খুঁজি,
ভালো যদি বেসে থাকো, কাছে আমার আসো,
আগেরই মতো করে আমায় ভালোবাসো

 

একটি মানুষের একটি মন, কেউবা আপন কেউবা পর,
কেউবা কাছের কেউবা দূরের, কেউবা আবার হৃদয় জুড়ে,
তোমায় শুধু মনে পরে, তবুও তুমি কেন এতো দূরে?

 

তুমি কি পারো না আমায় একটু খুঁজতে?
তুমি কি পারো না আমায় তোমার সঙ্গী করতে?
পারোনা বন্ধু ভেবে একবার বলতে আই মিস ইউ!

 

দূর আকাশের মেঘের ফাঁকে হারিয়ে যদি যাও,
সেথায় যদি রূপ কথাতে নতুন বন্ধু পাও,
হাসতে হাসতে দেবো বিদায় বলবো ভালো থেকো,
সুখে থাকার অন্তরালে আমায় একটু মনে রেখো

 

যদি প্রিয়জন ভাব, ভুল বুঝোনা আমায়,
যদি আপনজন ভাব, দুঃখ দিও না আমায়,
যদি বন্ধু ভাব, ভুলে যেওনা আমায়
~
আই মিস ইউ~

 

প্রাণ পাখি আছো কোথায়? আমার মন যে খুঁজে তোমায়,
তোর দেখা না পেলে মনটা হচ্ছে দিশে হারা,
করছি শুধু মিস একবার দেখা দিস

 

সাগরের বুকে আছে হাজার ঢেউ,
তোমায় কত মিস করি জানে না কেউ,
সূর্য আলো দিবে যত দিন,
তোমায় মিস করবো আমি ততদিন
~
আই মিস ইউ~

 

কেন তুমি স্বপ্নে এসে ভেঙে দাও ঘুম?
কেন তুমি কাঁদাও আমায় রাত্রি নিঝুম?
কেন আসো বার বার মনের আঙিনায়?
সত্যি কি বুঝোনা কতটা মিস করি তোমায়!

 

জীবনটা তোমার মনটা আমার,
বাগানটা তোমার ফুলটা আমার,
ভালোবাসা তোমার হৃদয়টা আমার,
সিমটা তোমার এস.এম.এস. টা আমার,
লিখবো আমি পড়বে তুমি
~
আই মিস ইউ~

 

আই মিস ইউ অতটুকু, ইউ মিস মি যতটুকু,
আই মিস ইউ তখন, ইউ মিসমি যখন,
জানি না ইউ মিস মি কতক্ষন,
বাট আই মিস ইউ সারাক্ষন

 

গোলাপ দিলাম না শুকিয়ে যাবে বলে,
স্বপ্ন দিলাম না ভেঙে যাবে বলে,
কষ্ট দিলাম না বেথা পাবে বলে,
শুধু দিলাম টি এস.এম.এস.
আমাকে মনে রাখবে বলে
~
আই মিস ইউ~

 

পরাজিত মনটা তোমাকে ভাবতে
ভাবতে কখন যেন কোথাও হারিয়ে যায়,
যত কষ্ট দাও তোমাকে ভুলতে পারছি না
~
আই মিস ইউ~

 

এখনো তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে,
এখনো তুমি আছো আমার হৃদয় জুড়ে,
হৃদয় জুড়ে অস্থিরতা এখনো আমি বুঝি,
এখনো আমি লোকালয় ছেড়ে নির্জনতায় তোমাকেই খুঁজি
~
আই মিস ইউ~

 

জানালার পাশে দাঁড়িয়ে আকাশের
দিকে তাকিয়ে হাত দুটি দে বাড়িয়ে,
বৃষ্টির ফোঁটা যখন পড়বে তোর হাতে,
ভেবে নিস আমি এসেছিলাম বৃষ্টির সাথে তোর কাছে
~
মিস ইউ~

 

কখনও ভাবিনি আকাশ এতো নীল কেন?
সাগর এতো গভীর কেন? ফুল এতো সুন্দর কেন?
শুধু ভেবেছি কাছের মানুষকে এতো মিস করি কেন?

 

তোমাকে দেখেছি রোদ্র ভরা দিনে,
তোমাকে দেখেছি বৃষ্টি ভেজা দিনে,
তোমাকে দেখেছি জোস্না ভরা রাতে,
এই দিনগুলো ঘুরে ঘুরে আসে,
এর আমি তোমাকে মিস করে যাচ্চি বাড়ে বাড়ে
~
আই মিস ইউ~

Was this article helpful?
YesNo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *