সম্পদ নিয়ে উক্তি

সম্পদ নিয়ে উক্তি। যার হাতে কিছুই নেই, তার হাতেও সময় আছে। এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। সম্পদশালী ব্যক্তিদের সমাজে আলাদা একটা স্থান দেওয়া হয়। তবে সেই সম্পদ মানে যে অর্থ হতে হবে তা কিন্তু নয়। কারন অর্থতো মিথ্যাবাদী, ঘুষখোর, চোর-বাটপারদেরও থাকে। এখেত্রে সেই সম্পদ হতে পারে আদর্শ, ন্যায়-নীতি, চরিত্র।

bangla quotes about wealth

বুদ্ধিহীনের সুখ্যাতি সম্পদ ভয়ংকর সম্পদ বিশেষ

—- ডেমোক্রিটাস।

 

আরও পড়ুন: দু:খনিয়ে উক্তি

 

যে সম্পদ কারো চোখে পড়ে না তা মানুষকে সুখী ঈর্ষাতীত করে তোলে

—- বেকন।

 

আরও পড়ুন: পুরুষ নিয়ে উক্তি

 

বিনাশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে

—- মহিউদ্দিন

 

আরও পড়ুন: নেতৃত্ব নিয়ে উক্তি

 

জীবনের পরিধি খুবই ক্ষুদ্র। যত শীঘ্র মানুষ তার ধনসম্পদ ভোগ করতে শুরু করে ততই তার মঙ্গল।

—- স্যামুয়েল জনসন

 

তুমি যতটা মূল্যবান ততটা সমালচানার পাত্র হবে।

 

সম্পদ আসে কচ্ছপের মত আর যায় হরিণের মত।

 

অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ

স্যার টমাস ব্রাউন

 

স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বগ সুখ আর কিছু নেই

হযরত আলী (রাঃ)

 

ধনসম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে এবং বিপদ আপদের বাহন

হযরত আলী (রাঃ)

 

আমাদেরকে প্রচুর টাকা ঢালতে হবে আমাদের স্বভাবের পেছনে, যদি তা আমরা বদলাতে চাই

বিল গেটস

 

অর্থ দিয়ে জীবন কেনা যায় না৷

বব মার্লে

Was this article helpful?
YesNo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *