সমস্যা নিয়ে উক্তি

সমস্যা নিয়ে উক্তি । সমস্যা আছে বলেই আমাদের জিবন এতো সুন্দর। কারন সমস্যা না থাকলে মানুষের কোন গুরুত্বই থাকতো না। আর আমরা সমস্যার সম্মুখিন যতই হইনা কেন তার সমাধানও বের করে ফেলি।

bangla quotes about problem

সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য্য।

—- হোয়াটলি

আরও পড়ুন: সততা নিয়ে উক্তি

 

যদি ভালোভাবে বাঁচতে চান তা হলে মনে রাখবেনসমস্যাকে তুচ্ছজ্ঞান করতে হবে, আর্শীবাদকে গণ্য করতে হবে।

—- ডেল ক্যার্নেগি

আরও পড়ুন: ভাগ্য নিয়ে উক্তি

 

এক দোর বন্ধ হলে দশ দোর খুলে যায়; বোবার এক মুখ বন্ধ হলে দশ আঙুল তার ভাষা তর্জমা করে দেয়

—- সৈয়দ মুজতবা আলী

 

আরও পড়ুন: দেশ নিয়ে উক্তি

 

অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেক অন্যায়।

—- সক্রেটিস

 

গাছ থেকে যখন আপেল পড়ল তখন সবাই বলল, গাছ থেকে আপেল পড়েছে। কিন্তু সব মানুষের মধ্যে এক ব্যক্তিই শুধু জানতে চাইল কেন আপেলটি পড়েছে?

জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যের এতো স্বাদ।

—- পি জে আবুল কালাম

 

সবসময়, যতক্ষণ না কাজ সমাধা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয়।

—- নেলসন ম্যান্ডেলা

 

কে বলেছে আমরা দারিদ্র্য কিংবা রোগব্যাধিকে মির্মূল করতে পারব না? আমরা অবশ্যই পারব৷ সমস্যা যত বড়ই হোক না কেন, আশা মানুষকে বাঁচিয়ে রাখে, নতুন কিছু উদ্ভাবন করতে অনুপ্রেরণা জোগায়৷ কিন্তু সমস্যাকে নিজের চোখে না দেখলে শুধু আশা দিয়ে সমস্যা সমাধান করা যায় না৷

—- বিল গেটস

 

সমস্যা সর্বদা, একবার সমাধান পেয়ে যাওয়ার পর সরল হয়েই যায়

—- টমাস আলভা এডিসন

 

সমস্যাবিহীন জীবন একটি পাঠ ছাড়া স্কুল।


এখানে কোনও বড় সমস্যা নেই, খুব সামান্য সমস্যা রয়েছে।

হেনরি ফোর্ড


আপনার সমস্যা থেকে বাঁচার সর্বোত্তম উপায় হ’ল তাদের সমাধান করা।


সমস্যা যাই হোক না কেন, সমাধানের অংশ হতে হবে।


যে কোনও সমস্যা থেকে দূরে চলে যাওয়া কেবল সমাধান থেকে দূরত্ব বাড়ায়।

নামবিহীন


আপনি যতই আপনার সমস্যাগুলি সম্পর্কে অভিযোগ করবেন তত বেশি সমস্যা সম্পর্কে আপনার অভিযোগ করতে হবে।

জিগ জিগ্লার


জীবন উপভোগ করুন, সমস্যা থাকা সত্ত্বেও তারা সমাধানযোগ্য।

নামবিহীন

Was this article helpful?
YesNo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *