শান্তি নিয়ে উক্তি

শান্তি  নিয়ে উক্তি। পায়রা হচ্ছে শান্তির প্রতীক। আর শান্তির জন্যই মানুষ কত কিছুই না করে থাকে কিন্তু এই শান্তিকে সবাই ছুতে পারে না।

bangla quotes about peace

বিনা পরিশ্রমে যা অর্জন করা যায়তা দীর্ঘস্থায়ী হয় না।

—- ইমারসন

 

আরও পড়ুন: সমস্যা নিয়ে উক্তি

  

তুমি যদি সত্যিকার অর্থেই শান্তি চাও, তোমাকে তোমার শত্রুদের সাথে কাজ করতে হবে, তাহলেই সে তোমার সহকর্মী হতে পারবে

—- নেলসন ম্যান্ডেলা

 

আরও পড়ুন: মন নিয়ে উক্তি


কেবল শৃঙ্খলহীন হওয়া নয়, বরং স্বাধীন হওয়া মানে শ্রদ্ধা এবং অন্যের স্বাধীনতা বৃদ্ধির সাথে বসবাস

—- নেলসন ম্যান্ডেলা

 

আরও পড়ুন: সততা নিয়ে উক্তি


হাত ধরো, হাত ধরো
আমি তৃতীয় বিশ্বযুদ্ধের পরিবর্তে এনে দেবো তৃতীয় পৃথিবীর শ্রেনীহীন কবিতার ভুবন

—- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

 

শান্তি কখনোই শক্তি প্রয়োগ করে আনা যায় না, সেটি একমাত্র সম্ভব হয় বোঝাপারার মাধ্যমে।

—- অ্যালবার্ট আইনস্টাইন

 

শান্তি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও।

—- ভিগেটিয়াস


জোর করে শান্তি রাখা যায় না, এইটা কেবল অনুধাবন করার মাধ্যমেই অর্জিত হতে পারে।

অ্যালবার্ট আইনস্টাইন


অন্ধকার অন্ধকারকে তাড়িয়ে দিতে পারে না; কেবল আলোই তা করতে পারে। ঘৃণা ঘৃণা ঘটাতে পারে না; কেবল প্রেমই তা করতে পারে। 

মার্টিন লুথার কিং, জুনিয়র


আপনি যদি আপনার শত্রুর সাথে শান্তি স্থাপন করতে চান তবে আপনার শত্রুর সাথে কাজ করতে হবে। তারপর তিনি আপনার সাথে শান্তি স্থাপন করবে। 

নেলসন ম্যান্ডেলা


অভদ্র, সমালোচনামূলক, যুক্তিযুক্ত লোকদের প্রতি যত কম সাড়া দেবেন আপনার জীবন ততই  শান্তিময় হয়ে উঠবে। 

– ম্যান্ডি হালে


আসল ও স্থায়ী বিজয় যুদ্ধের নয়, শান্তির। 

– রালফ ওয়াল্ডো এমারসন

Was this article helpful?
YesNo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *