ক্ষমা নিয়ে উক্তি

ক্ষমা নিয়ে উক্তিক্ষমামানুষের একটি মহৎ গুন। সবার মধ্যে ক্ষমা করার গুন থাকে না আর যাদের মধ্যে এই গুনটি রয়েছে তাদেরকে সবাই সম্মান করে এবং ভালোবাসে। ক্ষমা করুন বিনিময়ে ক্ষমা পাবেন।

bangla quotes about forgiveness

অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না॥

—- সাইরাস।

আরও পড়ুন: ভবিষ্যৎ নিয়ে উক্তি

একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না॥

—- জর্জ লিললো।

আরও পড়ুন: শান্তি নিয়ে উক্তি

সত্যকে ভালবাস কিন্তু ভুলকে ক্ষমা কর॥

—- ভলতেয়ার।

আরও পড়ুন: মন ‍নিয়ে উক্তি

ভূল করা দোষের কথা নয় বরং ভূলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়।

সাহসী মানুষের শান্তির জন্য ক্ষমা করতে ভীত নয়

—- নেলসন ম্যান্ডেলা

পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে ঢের বেশী অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে

—- নেলসন ম্যান্ডেলা

ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? ”

—- রবীন্দ্রনাথ ঠাকুর

Was this article helpful?
YesNo

2 Comments

  1. আসুন একে অপরকে ক্ষমা করি
    আপনার অন্তরে অন্যের জন্য ক্ষোভ লুকিয়ে রাখবেন না, এটা মানসিক রোগ, যেটা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করবে। কেবল ক্ষমাই এই রোগকে নির্মূল করতে পারে।
    https://bit.ly/3mTmUdA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *