শত্রু নিয়ে উক্তি

শত্রু নিয়ে আপনার শত্রুরা আপনাকে বিভিন্নভাবে উস্কানের চেষ্টা করবে তাই শত্রুকে কখনো অস্ত্র দিয়ে আঘাত করা যাবে না, আপনার শত্রুদের পরাস্ত করতে হলে অবশ্যই বুদ্ধি দিয়ে তাদের মোকাবেলা করতে হবে।

bangla quotes about enemy

যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে, তাকে সিংহাসনচ্যুত করা উচিত

চাণক্য

 

আরও পড়ুন: শিক্ষক নিয়ে উক্তি

 

অহংকারের মত শত্রু নেই

চাণক্য

 

আরও পড়ুন: ক্ষমা নিয়ে উক্তি

 

তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না– () স্ত্রী লোক. () জ্ঞানহীন মূর্খ. () শত্রু।

শেখ সাদী

 

আরও পড়ুন: ভবিষ্য নিয়ে উক্তি


শত্রুকে ভালোবাসবে এইজন্য যে, একমাত্র সে তোমার ভুলত্রুটিকে তুলে ধরবে।

ফ্রাংকলিন

 

সব সময় শত্রুদের ক্ষমা করে দাও। আর কিছুই তাদের এর চেয়ে বেশি অস্বস্তিতে ফেলবে না।

অস্কার ওয়াইল্ড

 

যেআঘাতকরেসেশত্রুনয়; বরংযেআঘাতকরারমনোভাবপোষণকরেসেশত্রু।

ডেমোক্রিটাস

 

সব সময় শত্রুদের ক্ষমা করে দাও। আর কিছুই তাদের এর চেয়ে বেশি অস্বস্তিতে ফেলবে না।

অস্কার ওয়াইল্ড

 

আক্রমণকারী শত্রুকে ভয় করো না বরং তোষামোদকারী বন্ধুকে ভয় করো।

ডেল কার্নেগি

 

বন্ধুর চেয়ে শত্রুকে ক্ষমা করা সহজ।

উইলিয়াম ব্লেইক

 

শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারে না, কেবল বন্ধুরা পারে।

অরুন্ধতী রায়

 

তোমার খুশি থাকা তোমার শত্রুদের জন্য সবচেয়ে বড় শাস্তি তাই নিজেকে সবসময় খুশি রাখো।

চাণক্য

Was this article helpful?
YesNo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *