পুরুষ নিয়ে উক্তি

পুরুষ নিয়ে উক্তিপুরুষমানুষের জীবন শেষ হয় সবার খুশির জন্য। নিজের খুশি কম্প্রোমাইজ করতে করতে জীবন শেষ। একজন পুরুষ মানুষকে কত কিছুর মধ্য দিয়ে যেতে হয় যা কখনই কেউ জানে না বা জানতে চায় না । কত চাওয়া পাওয়া বিসর্জন দিতে হয় প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে। তারপরেও এই পুরুষ কারো সন্তান, কারো ভাই, কারো স্বামী, কারো বাবা। সব পুরুষ খারাপ হতে পারেনা। ভালো মন্দ মিলিয়ে পুরুষ মানুষ।

bangla quotes about mens

 

আরও পড়ুন: নেতৃত্ব নিয়ে উক্তি

 

পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ, কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি॥

—- হুমায়ুন আজাদ।

 

আরও পড়ুন: শত্রু নিয়ে উক্তি

 

ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয়। আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায়।

মেয়েদের অনুমান পুরুষদের নিশ্চয়তা হতে অনেক বেশী ঠিক।

—- কিপলিং

 

আরও পড়ুন: শিক্ষক নিয়ে উক্তি

 

পুরুষের দশ দশা, কখনও হাতি কখনও মশা॥

—- মীর মশারফ হোসেন।

 

 

জীবন খুবই মূল্যবান : জীবনবাদীরা যতোটা মূল্যবান মনে করে, তার চেয়ে অনেক বেশি মূল্যবান। আর শিল্পকলা জীবনের থেকেও মূল্যবান।

—- হুমায়ূন আজাদ

 

মানুষ যখন তার শ্রেষ্ঠ স্বপ্নটি দেখে তখনি সে বাস করে তার শ্রেষ্ঠ সময়ে

—- হুমায়ূন আজাদ

 

টাকাই অধিকাংশ মানুষের একমাত্র ইন্দ্রিয়

—- হুমায়ূন আজাদ

 

মানুষ মরলে লাশ হয়, সংস্কৃতি মরলে প্রথা হয়

—- হুমায়ূন আজাদ

 

পাপ কোনো অন্যায় নয়, অপরাধ অন্যায়। পাপ ব্যক্তিগত, তাতে সমাজের বা অন্যের, এমনকি পাপীর নিজেরও কোনো ক্ষতি হয় না, কিন্তু অপরাধ সামাজিক, তাতে উপকার হয় অপরাধীর, আর ক্ষতি হয় অন্যের বা সমাজের।

—- হুমায়ূন আজাদ

 

তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন
কঠিন হয়েছি শেষে, হয়েছি জমাট শীলা।
তবু সেই পাথরের অন্তর থেকে
কেঁদে ওঠে একরাশ জলের আকুতি,
ঝর্ণার মতো তারা নেমে জেতে চায় কিছু
মাটির শরীরে

—- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

 

হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন হে, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা

—- কাজী নজরুল ইসলাম

 

নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না ! ”

—- হেলাল হাফিজ

 

পরিপূর্ণ আনন্দের সময় মানুষের মন ভিন্ন ভিন্ন দিকে ধায় না। একটা আনন্দ নিয়ে সে পড়ে থাকতে ভালবাসে

—- সৈয়দ মুজতবা আলী

 

স্ত্রীলোকদিগের উপর যেমন কঠিন শাসন, পুরুষের উপর তেমন কিছু নেই। কথায় কিছু হয় না, ভ্রষ্ট পুরুষের কোন সামাজিক দণ্ড নেই। একজন স্ত্রী সতীত্ব সম্বন্ধে কোন দোষ করিলে সে আর মুখ দেখাইতে পারে না। হয়তো আত্মীয় স্বজন তাকে বিষ প্রদান করেন, আর একজন পুরুষ প্রকাশ্যে সেই সব কাজ করিয়া রোশনাই করিয়া জুড়ি হাকাইয়া রাত্রিশেষে পত্নীকে চরণরেণু স্পর্শ করাইয়া আসেন, পত্নী পুলকিত হয়েন।

—- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায

 

বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে। কিন্তু বিবাহিত পুরুষদের মরার ইচ্ছা বেশি।

—- জনি কারসন

 

বিয়ের আগে পর্যন্ত পুরুষরা বুঝতে পারে না সুখ আসলে কি। যখন বুঝতে পারে তখন বড্ড দেরি হয়ে গেছে।

—- ফ্রাঙ্ক সিনাত্রা

 

সবচেয়ে নির্বোধ নারীও একজন বুদ্ধিমান পুরুষকে সামলাতে পারে কিন্তু নির্বোধকে সামলাতে প্রয়োজন বুদ্ধিমতী নারী।

—- রুডইয়ার্ড কিপলিং

Was this article helpful?
YesNo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *