প্রকৃতি নিয়ে উক্তি

প্রকৃতি নিয়ে উক্তিপ্রকৃতির কাছে মানুষ অসহায়। প্রকৃতির রূপ যেকোন সময় পরিবর্তন হতে পারে যা মানুষের পক্ষে অনুধাবন করা সম্ভব নয়।

পশুআরপাখিরাইমানবিক

—- হুমায়ূনআজাদ

 

আরও পড়ুন: আইন নিয়ে উক্তি



তার পরে ফেলে দাও, চূর্ণ করো, যাহা ইচ্ছা তব
ভগ্ন করো পাখা।
যেখানে নিক্ষেপ কর হৃত পত্র, চ্যুত পুষ্পদল,
ছিন্নভিন্ন শাখা,
ক্ষণিক খেলনা তব, দয়াহীন তব দস্যুতার
লুণ্ঠনাবশেষ,
সেথা মোরে ফেলে দিয়ো অনন্ততমিস্র সেই
বিস্মৃতির দেশ।

—- রবীন্দ্রনাথ ঠাকুর

 

আরও পড়ুন: ভালোবাসার ছন্দ



সে পূর্ণ উদাত্ত ধ্বনি বেদগাথা সামমন্ত্রসম
সরল গম্ভীর
সমস্ত অন্তর হতে মুহূর্তে অখণ্ডমূর্তি ধরি
হউক বাহির।
নাহি তাহে দুঃখসুখ পুরাতন তাপপরিতাপ,
কম্প লজ্জা ভয়
শুধু তাহা সদ্যঃস্নাত ঋজু শুভ্র মুক্ত জীবনের
জয়ধ্বনিময়।

—- রবীন্দ্রনাথ ঠাকুর

 

এবার আস নি তুমি বসন্তের আবেশ হিল্লোলে
পুষ্পদল চুমি,
এবার আস নি তুমি মর্মরিত কূজনে গুঞ্জনে
ধন্য ধন্য তুমি!
রথচক্র ঘর্ঘরিয়া এসেছ বিজয়ীরাজসম
গর্বিত নির্ভয়
বজ্রমন্ত্রে কী ঘোষিলে বুঝিলাম, নাহি বুঝিলাম,
জয় তব জয়! ”

—- রবীন্দ্রনাথ ঠাকুর

 

হে দুর্দম, হে নিশ্চিত, হে নূতন, নিষ্ঠুর নূতন,
সহজ প্রবল,
জীর্ণ পুষ্পদল যথা ধ্বংস ভ্রংশ করি চতুর্দিকে
বাহিরায় ফল,
পুরাতন পর্ণপুট দীর্ণ করি বিকীর্ণ করিয়া
অপূর্ব আকারে
তেমনি সবলে তুমি পরিপূর্ণ হয়েছ প্রকাশ
প্রণমি তোমারে।

—- রবীন্দ্রনাথ ঠাকুর

 

চাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন ক্রন্দন,
হেরিব না দিক
গনিব না দিন ক্ষণ, করিব না বিতর্ক বিচার
উদ্দাম পথিক।
মুহূর্তে করিব পান মৃত্যুর ফেনিল উন্মত্ততা
উপকণ্ঠ ভরি
খিন্ন শীর্ণ জীবনের শত লক্ষ ধিক্কারলাঞ্ছনা
উৎসর্জন করি।

—- রবীন্দ্রনাথ ঠাকুর

 

হে কুমার, হাস্যমুখে তোমার ধনুকে দাও টান
ঝনন রনন,
বক্ষের পঞ্জর ভেদি অন্তরেতে হউক কম্পিত
সুতীব্র স্বনন।
হে কিশোর, তুলে লও তোমার উদার জয়ভেরী,
করহ আহ্বান।
আমরা দাঁড়াব উঠি, আমরা ছুটিয়া বাহিরিব,
অর্পিব পরান।

—- রবীন্দ্রনাথ ঠাকুর

 

জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে
জীবন সুন্দর
আকাশবাতাস পাহাড়সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়! ”

—- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

 

বুদ্ধিমত্তা তাকেই বলে যখন আপনি পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন।

—- স্টিফেন হকিং

 

Was this article helpful?
YesNo

2 Comments

  1. ইসলামিক উক্তি বাণী কিছু কথা | Banglawishessays:

    […] আরও পড়ুন: প্রকৃতি নিয়ে উক্তি […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *