অভ্যাস নিয়ে উক্তি

অভ্যাস নিয়ে উক্তি। মানুষ অভ্যাসের দাস অর্থাৎ মানুষ ইচ্ছে করলেই কোন অভ্যাসকে বদলাতে পারে না। তাই অভ্যাস নিয়ে কিছু উক্তিসমূহ আপনাদের সাথে শেয়ার করলাম।

অভ্যাসউৎকৃষ্টমনিবেরমতোহয়েথাকে।

—- ইমোনাস

 

আরও পড়ুন: অসুস্থতা নিয়ে উক্তি


সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে।

—- রাসকিন

আরও পড়ুন: বিচার নিয়ে উক্তি


ধুমপানও অভ্যাসের ব্যাপার। অভ্যাস না থাকলে সিগারেটের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসবে। আবার যারা অভ্যস্ত তারা পাগল হয়ে থাকে এই ধোঁয়াটার জন্য।

—- হুমায়ূন আহমেদ

 

তরুণ বয়সে অর্জিত ভালো অভ্যাসই ভিন্নটা এনে দেয়।

—- এরিস্টটল


খারাপ অভ্যাসগুলি ভেঙে ফেলার চেয়ে প্রতিরোধ করা সহজ

 -বেঞ্জামিন ফ্রাঙ্কলিন


আমাদের চরিত্রটি মূলত আমাদের অভ্যাসের সংমিশ্রণ। যেহেতু তারা ধারাবাহিক, প্রায়শই অচেতন নিদর্শন, তারা ক্রমাগত প্রতিদিন আমাদের চরিত্রটি প্রকাশ করে। 

-স্টেফেন কোভী


জিতাই অভ্যাস। দুর্ভাগ্যক্রমে, তাই হেরে যাচ্ছে 

– ভিনস লোম্বার্ডি


খারাপ অভ্যাস বন্ধ করার সর্বোত্তম উপায় হ’ল এটি আর কখনও শুরু না করা।

জে.সি. পেনি


প্রেরণা আপনাকে চলতে শুরু করে আর অভ্যাস হল তাই যা আপনাকে চলতে সাহায্য করে। 

জিম রোহান


সমস্ত মানুষ একই রকম; শুধুমাত্র তাদের অভ্যাস পৃথক। 

কনফুসিয়াস


অভ্যাস যদি প্রতিরোধ না করা হয় তবে শীঘ্রই প্রয়োজনীয়তা হয়ে ওঠে।

সেন্ট অগাস্টিন

Was this article helpful?
YesNo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *