দেশ নিয়ে উক্তি

দেশ নিয়ে উক্তিদেশপ্রেম একটি মহৎ গুন। দেশপ্রেমের কারনে অনেকে তাদের জিবন দেশের জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকেন। আর সেই সকল দেশপ্রেমিকদের জন্য আজকে দেশকে নিয়ে কিছু উক্তি সমূহ শেয়ার করবো।

তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না, নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছো।

—- জন অফ কেনেডি

 

আরও পড়ুন: বই নিয়ে উক্তি

 

বিশ্বে দুট শক্তি রয়েছেএগুলো হচ্ছে অসি মন। কিন্তু পরিনামে দুয়ের দ্বন্দ্বে মনের কাছে অসি শেষ পর্যন্ত পর্যদুস্ত হয়।

—- নেপোলিয়ন বোনাপার্ট

আরও পড়ুন: পরিবার নিয়ে উক্তি

 

মনুষের কল্পনাশক্তি না থাকলে পৃথিবীর এত উন্নতি সাধিত হত না

—- মার্শাল

 

আরও পড়ুন: প্রেরণা নিয়ে উক্তি

আমাকে খোঁজো না তুমি বহুদিনকতদিন আমিও তোমাকে খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবুএকই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়.

—- জীবনানন্দ দাশ

 

আরও পড়ুন: বিশ্বাস নিয়ে উক্তি

যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠে আজ বসে নেশার হাট

—- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

 

জলের আগুনে পুড়ে হয়েছি কমল,

কী দিয়ে মুছবে বলো আগুনের জল

—- হেলাল হাফিজ


কারও দেশের ভালবাসা এক জাঁকজমকপূর্ণ জিনিস। তবে কেন ভালোবাসা সীমান্তে থামবে?

পাবলো ক্যাসেলস


দেশপ্রেম হৃদয়ের জিনিস। একজন মানুষ দেশপ্রেমিক যদি তার হৃদয় তার দেশের প্রতি সত্যবাদী হয়।

চার্লস এডওয়ার্ড জেফারসন


সর্বদা দেশের প্রতি আনুগত্য। সরকারের প্রতি আনুগত্য, যখন এটি প্রাপ্য।

মার্ক টোয়েন


দেশপ্রেমের কী অদ্ভুত বিকাশ যা একটি চিন্তাকে একটি অনুগত মেশিনে পরিণত করে!

এমা গোল্ডম্যান


প্রকৃত দেশপ্রেম অন্য কোনও জায়গার চেয়ে তার নিজের দেশে অবিচারকে ঘৃণা করে।

ক্লারেন্স ড্যারো


ভাল মানুষ এবং একজন ভাল নাগরিক হওয়া সবসময় একই জিনিস নয়।

অ্যারিস্টটল


আমরা যদি আমাদের দেশকে ভালবাসি তবে আমাদের দেশবাসীকেও ভালবাসা উচিত।

রোনাল্ড রেগান


আমাদের দেশ যেখানেই আমরা ভাল থাকি।

মার্কাস টুলিয়াস সিসেরো


দেশপ্রেমের সারমর্ম হলো জনকল্যাণে ব্যক্তিগত স্বার্থের ত্যাগ।

উইলিয়াম এইচ। বার্নহ্যাম


দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা শুধু সুশাসন নয়। এটা আত্মরক্ষার। এটা দেশপ্রেম।

জো বিডেন

Was this article helpful?
YesNo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *