অর্থ নিয়ে উক্তি

অর্থ নিয়ে উক্তি। পৃথিবীতে বেচে থাকতে হলে অবশ্যই অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া এক মুহূর্ত চলা কঠিন। আবার এই অর্থই অনেক সময় অনর্থের কারন হয়ে থাকে। তাই অর্থসম্পদ, টাকা-পয়সা নিয়ে আজকে কিছু উক্তি এবং বাণী শেয়ার করবো।

প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের মঙ্গল আনতে পারে না।

—- নীহা রঞ্জন


আরও পড়ুন: অনুভূতি নিয়ে উক্তি


অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ

—- স্যার টমাস ব্রাউন

 

আরও পড়ুন: সুখ নিয়ে উক্তি


যখন প্রশ্নটা টাকা পয়সার তখন সকলেরই একই ধর্ম।

—- ভলতেয়ার

 

আরও পড়ুন: একাকিত্ব নিয়ে উক্তি


অর্থ যশ মানুষের জীবনে সব নয়।

—- স্কট

 

কে বলে আমি টাকার মর্ম বুঝি না? ফুরিয়ে গেলেই টের পাই।

—- সৈয়দ মুজতবা আলী

 

টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভাল।

—- সক্রেটিস

 

একটি নির্দিষ্ট সময়ে গিয়ে অর্থের কোন উপযোগিতা আমার কাছে নেই। একটি সংস্থা গঠন এবং তা থেকে প্রাপ্ত সম্পদ বিশ্বের দরিদ্রতম স্থানে প্রদান করাতেই এর উপযোগিতা নিহিত।

—- বিল গেটস

 

আমাদেরকে প্রচুর টাকা ঢালতে হবে আমাদের স্বভাবের পেছনে, যদি তা আমরা বদলাতে চাই।

—- বিল গেটস

 

পুঁজিবাদ একটি বিস্ময়কর ব্যাপার যা মানুষের মাঝে প্রেরণা যোগায়। ইহার কারনে কিছু উদ্ভাধন হতে পারে, কিন্তু পৃথিবীর সকল এলাকার জন্য এটা মঙ্গলজনক নয়।

—- বিল গেটস

 

অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়

—- ইমারসন

 

টাকাপয়সা চমৎকার ভৃত্য কিন্তু বাজে প্রভু।

—- ফ্রান্সিস বেকন

 

জ্ঞানীরা মাথায় টাকা রাখে, হৃদয়ে নয়।

—- জোনাথন সুইফট

 

টাকা ভালোবাসা কিনতে পারে না, কিন্তু তোমার দরকষাকষির ক্ষমতা বাড়ায়।

—-ক্রিস্টোফার মার্লো

 

সেই ব্যক্তিই সবচেয়ে ধনী, যার আনন্দ সবচেয়ে কম
হেনরি ডেভিড থোরিও

সম্পদ জীবনের পুরোপুরি অভিজ্ঞতা অর্জনের ক্ষমতা” “
হেনরি ডেভিড থোরিও

আমার যখন টাকা ছিল তখন সবাই আমাকে ভাই বলে ডাকত।
পোলিশ প্রবাদ

অর্থ উপার্জনের আগে কখনও অর্থ ব্যয় করবেন না। 
থমাস জেফারসন

প্রচুর অর্থ উপার্জন এবং ধনী হওয়ার মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে।
মারলিন ডায়েটরিচ

অর্থ একটি ভয়ঙ্কর মাস্টার তবে একটি দুর্দান্ত চাকর।
পি.টি. বার্নাম

আপনার অর্থ দ্বিগুণ করার দ্রুততম উপায় হ’ল এটি অর্ধেক ভাঁজ করে আপনার পিছনের পকেটে রেখে দেওয়া।
উইল রজার্স
Was this article helpful?
YesNo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *