একাকিত্ব নিয়ে উক্তি। মানুষ সামাজিক জীব কিন্তু এই মানুষই আবার অনেক সময় একাকিত্বতে ভোগেন এবং বাধ্য হন একাকিত্ব থাকতে । কিন্তু একাকিত্ব থাকা খুবই কষ্টকর। আর সেজন্যই আজকের এই উক্তি এবং বাণী গুলো সেই সকল একাকিত্ব মানুষদের জন্য।
নির্জনতা হ’ল যেখানে একজন আবিষ্কার করেন যে তিনি একা নন
মার্টি রুবিন
আরও পড়ুন: সুখ নিয়ে উক্তি
“ চলে যাওয়া মানে প্রস্থান নয়– বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন–করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না–থাকা জুড়ে ”
—- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আরও পড়ুন: সময় নিয়ে উক্তি
“ যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে–
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হ’লে কেঁদে কেঁদে
ফিরবে মর” কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি’
যেদিন আমায় খুঁজবে–
বুঝবে সেদিন বুঝবে! ”
—- কাজী নজরুল ইসলাম
“ আসবে আবার শীতের রাতি, আসবে নাক আর সে–
তোমার সুখে প’ড়ত বাধা থাকলে যে–জন পার্শ্বে,
আসবে নাক আর সে!
প’ড়বে মনে, মোর বাহুতে
মাথা থুয়ে যে–দিন শুতে,
মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়!
সেই স্মৃতি তো ঐ বিছানায়
কাঁটা হ’য়ে ফুটবে–
বুঝবে সেদিন বুঝবে! ”
—- কাজী নজরুল ইসলাম
“ যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে
বুঝবে সেদিন বুঝবে। ”
—- কাজী নজরুল ইসলাম
“ যদি যেতে চাও, যাও
আমি পথ হবো চরণের তলে
না ছুঁয়ে তোমাকে ছোঁব
ফেরাবো না, পোড়াবোই হিমেল অনলে ”
—- হেলাল হাফিজ
“ তুমি আমার নিঃসঙ্গতার সতীন হয়েছ ! ”
—- হেলাল হাফিজ