মেয়েদের প্রোপজ করার এস এম এস

মেয়েদের প্রোপজ করার এস এম এস ১০০% কাজে দিবে। হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কিছু প্রোপজ করার এস এম এস শেয়ার করবো। যেগুলো আপনার প্রিয় মানুষটিকে এস এম এস করে পাঠালে অবশ্যই সে আপনার প্রোপজ সাড়া দিতে বাধ্য হবে।

 

ভালোবাসা কি জানিনা ,
তাই কাউকে ভালবাসিনা.
প্রপোজ করতে পারিনাতাই কাউকে করিনা।
শুধু ১টি অপেক্ষায় আছি,
কখন কেউ বলবে এসে –
আমি তোমায় ভালবাসি !


 আরও পড়ুন: মেয়ে পটানোর এসএমএস


খুজিনি কারো মনতোমার মন পাব বলে.
ধরিনি কারো হাততোমার হাত ধরবো বলে.
হাটিনি কারো সাথেতোমার সাথে হাটবো বলে.
কাউকে বাসিনি ভালো,
শুধু তোমায়ভালোবাসবো বলে.


  আরও পড়ুন: হাসির এসএমএস


যে জন সৃষ্টি করেছে তোমায়,
আমিও সৃষ্টি তার।
তবু কেনো তোমার সাথে ব্যবধান আমার।
আমারো তো মন আছেআছে ভালবাসা।
আমারো তো থাকতে পারেতোমায় পাবার আশা।!!

 

এই পৃথিবীতে কেউই অসুন্দর না,
সোন্দর্য মানুষেরচোখে লুকিয়ে থাকে,
আর যখনকারো চোখে আপনি সুন্দর হবেন
তখন আপনিওবুঝবেন যে আপনিও সুন্দর।
রাজার যেমন রাজ্য আছে আমার আছ তুমি 

 

কাউকে সীমাহীন ভালোবাসলে,
তা কখনও ফুরাইয়া না
কারণ সীমাহীন ভালোবাসার কোন শেষ নেই
তা কখনও ফুরাইয়া না!
তা শুধু বেড়ে যায় !!

 

মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো.
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা.
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাটি লাইফ.

 

যতই দূরে হারিয়ে যাও ,
আমি তোমাকে খুঁজে বের করবোই 
যতই পর ভাবো আমায় ,
আমি তোমাকে আপন করে নেবো 
যতই ঘৃনা কর আমায় ,
আমি চিরদিন এভাবে তোমায় ভালবেসে যাবো 
যতই পাষাণ হোক তোমার মন ,
ওই মনে আমার জন্যে ভালবাসার ফুল ফুটাবোই।

 

টিপ টিপ বৃষ্টি পড়ে,
তোমার কথা মনে পড়ে।
 মন না রয় ঘরে,
জানি না তুমি আসবে কবে!
 প্রান শুধু তোমায় ডাকে,
আমায় ভালবাসবে বলে!
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে,
বলবো আমি তোমায় পেয়ে।
সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে !!

একটা গাছে২টিপাখিকরেটিউটিউ,
তোমায়আমিভালোবাসি
I Love u 

 

যদি তুমিবাসোভালো,
চাঁদেরমতোদেবআলো,
যদিআমায়ভাবোআপন,
হবতোমারমনেরমতন,
নদীযেমনদেয়মোহনা,
তেমনিআমিতোমারউপমা!

 

বাবু তোমায়ভালোবাসি,
যতদূরআমারপক্ষেথেকেযায়,
তোমারওইবন্ধচোখগুলোখুলতেচাচ্ছে,
দেখতেকিআমায়?

 

লাভ ইজবেস্টযদিকরোটেস্ট,
লোভেইজবেটারযদিদাওলেটার,
লাভইজবিউটিফুল,
যদিহয়সাকসেসফুল,
লাভইজনটমিসযদিকরোকিস!

 

প্রশ্ন যেটিইহোক, উত্তরতুমি।
রাস্তাযেটিইহোক, লক্ষ্যতুমি।
কষ্টযতইহোক, সুখতুমি।
তোমারসাথেযতইরাগকরিনাকেন,
তবুওআমারভালোবাসা১মাত্রতুমি।

 

মাটির বন্ধুমেঘ, মেঘেরবন্ধুবৃষ্টি,
বৃষ্টিরবন্ধুশ্রাবণ, যেবাঁচিয়েরাখেসৃষ্টি,
এইসৃষ্টিরমাঝেতুমিআরতোমারমাঝেআমি।

 

ভালোবাসা মানেকষ্টেরসিঁড়িবেয়েউপরেওঠা,
ভালোবাসামানেগভীরসাগরেরঅচিনস্রোতেভাসা,
ভালোবাসামানেতোমাকেনিয়েমিছেস্বপ্নদেখা!

 

কোটিবছরআগেজন্মেছিলো
তোমারজন্যভালোবাসা,
এখনোঅপেক্ষাকরেআছি,
তুমিভালোবাসবেবলে,
তোমাকেধরতেআসেনিএসেছিধরাদিতে।

 

আমার চাওয়াগুলোছিলঅনেকছোট,
চাইলেইপারতেদিতেতোমারওইমিষ্টিকথা,
জীবনটাওপারতেনিতে।
অনেকবেশিবাসতামভালো,
সবকোথায়করতামবিশ্বাস,
বিনিময়েদিলেতুমিবুকঅবিশ্বাস।

 

ভালোবাসা মুখেবলিস,
ভালোবাসাজানিসনা,
অন্যমেয়েরসাথেতবে,
করলিকেনআনাগোনা!

 

প্রেম করেছোতুমিআরমনেদিয়েছিআমি,
তবেকেনএতোঅভিমান,
তুমিবিনাবাঁচেনাআমারএইপ্রাণ,
Love u My jan!!

 

তোমায় ভালোবাসাছিল
আমারজীবনেরদ্বিতীয়শ্রেষ্টকাজ,
আর১মটিছিলতোমায়খুঁজেবেরকরা,
ভালোবাসিতোমায়এবংসর্বদাবাসবো,
আজবললামএবংসারাজীবনবলবো।

 

কিছু বৃষ্টিরজলঅশ্রুহিসাবেনিলাম,
কিছুফুলেরকাঁটাব্যথাহিসাবেনিলাম,
কিছুসুখনিরদাবিকরেদিলাম,
কিছুদুঃখধারহিসাবেনিলাম,
অবশেষেকিছুগোলাপ
শুভেচ্ছাহিসাবেদিলাম।

 

একটু একটুপ্রেমআরএকটুএকটুসুখ,
এইভালোবাসাপেয়েভোরেযাকআমারবুক।
অনেকসাধনারপরপেয়েছিতোমায়,
তাইতোমাকেআরহারাতে
চাইনাকোনোঅবেলায়।

 

যদি তুমিকাউকেভালোবাসো,
সেযদিতোমাকেভালোনাবাসে,
তাহলেতুমিবিদ্যুতকেভালোবাস,
দেখবেবিদ্যুৎতোমাকে
এমনভাবেভালোবেসেজড়িয়ে
ধরবেযেকেউছাড়াতেপারবেনা,
বিশ্বাসনাহলেচেষ্টাকরেদেখো।

 

স্বপ্নের শুরুতোমাকেদিয়ে,
ভালোলাগার১মমুহূর্তগুলোতোমাকেনিয়ে,
নিঃশব্দরাতকাটেতোমারকথাভেবে,
তাইহয়তোমনেরসবভালোবাসাতোমায়ঘিরে।

 

মনেতে আকাশহয়েরয়েছোছড়িয়ে,
বলনাকোথায়রাখিতোমায়লুকিয়ে।
থাকিযেবিভোরহয়েশয়নেস্বপনে।
যেওনাহৃদয়থেকেদূরেহারিয়ে,
আমিযেভালবাসিশুধুইতোমাকে।

Was this article helpful?
YesNo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *